বেলাব’র কৃতী সন্তান ভূতত্ত্ববিদ ড. রইছ উদ্দীন আর নেই

২২ জুলাই ২০২০, ০৪:২২ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১৪ এএম


বেলাব’র কৃতী সন্তান ভূতত্ত্ববিদ ড. রইছ উদ্দীন আর নেই

শেখ আঃ জলিল:

মস্তিস্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হবার ৫ দিন পর চলে গেলেন ভূতত্ত্ববিদ ও নরসিংদীর বেলাব উপজেলার কৃতী সন্তান ড. রইছ উদ্দীন। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২.২০ মিনিটে ঢাকাস্থ গ্রীণ লাইফ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।  

মৃত্যুকালে তার আনুমানিক বয়স ছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অষ্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার কেনভেরা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। আন্তর্জাতিক এই ভূতত্ত্ববিদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। রাজনৈতিক দল হিসাবে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ড. রইছ উদ্দীনের মৃত্যুতে দেশসহ বেলাববাসী একজন কৃতী সন্তানকে হারালো।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার (২২ জুলাই) বিকাল ৪  টায় বেলাব উপজেলার কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



এই বিভাগের আরও