পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে বেলাবতে এডভোকেসী সভা

০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৫২ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম


পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে বেলাবতে এডভোকেসী সভা

বেলাব প্রতিনিধি:
আগামী ০৭-১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ উদ্যাপন উপলক্ষে বেলাব উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা শরমিন।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.কে.এম.মুনিম আহাম্মেদ সজীব এর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার খালেদা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ।


এবারের সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি”। সভায় বক্তারা উক্ত সেবা সপ্তাহ যাতে সফলভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীসহ অন্যান্য বিভাগের সরকারী ও বেসরকারী সংস্থার কর্মচারীগণ উক্ত এডভোকেসী সভায় অংশগ্রহণ করেন।