বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: বেলাবতে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ

১২ ডিসেম্বর ২০২০, ০৫:৪৬ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:০৭ এএম


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: বেলাবতে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ

 

শেখ আঃ জলিল:

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা” অম্লান এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর বেলাবতে সরকারি চাকরিজীবী ফোরাম কর্তৃক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।। শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মনিরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ ফজলুল হক, বেলাব প্রেসক্লাব সভাপতি শেখ আঃ জলিল সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংগার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এসময় বক্তারা বলেন, যখন দেশ উন্নতির দিকে যাচ্ছে তখনই একটি পক্ষ ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আজ আমাদের আবেগের জায়গায় তারা হাত দিয়েছে। জাতির পিতার ভাস্কর্য ভাংগা হচ্ছে। এদেরকে শক্ত হাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দমন করতে হবে।



এই বিভাগের আরও