মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বেলাবতে বিক্ষোভ

০৮ নভেম্বর ২০২০, ০৬:২৭ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:১৯ এএম


মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বেলাবতে বিক্ষোভ

বেলাব প্রতিনিধি:
ফ্রান্সে হযরত মোহাম্ম্দ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তি করার প্রতিবাদে বেলাব উপজেলায় বিক্ষোভ করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ভূমিকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মুসুল্লি ম্যাক্রো ও ফ্রান্সের বিরুদ্ধে মিছিল নিয়ে উপজেলা সদরে সমবেত হয়। এসময় বেলাব কেন্দ্রিয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে বেলাব উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


এসময় ফ্রান্স ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কর্র্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শমসের জামান ভ’ইয়া রিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাব কেন্দ্রিয় জামে মসজিদের খতিব খলিলুর রহমান খাঁন, হাফেজ আবু সাইদ, মাওলানা বায়েজিদ খাঁন প্রমুখ।



এই বিভাগের আরও