শিবপুরে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে অভিযান

১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:১১ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম


শিবপুরে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে অভিযান

মোমেন খান:

ঊর্দ্ধমুখি পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নরসিংদীর শিবপুর বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান এর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।

অভিযানকালে পেঁয়াজের দোকানগুলোর বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করার সময় পেঁয়াজের বিক্রয়মূল্য কোন কোন দোকানে কিছুটা অস্বাভাবিক পরিলক্ষিত হয়। এসময় দুই পেঁয়াজ বিক্রেতাকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে দুইটি ভিন্ন মামলায় পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়াও বর্তমান করনো পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা পুলিশ এর একটি টিম সহযোগিতা করেছেন।

 



এই বিভাগের আরও