ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের জিএম অবরুদ্ধ
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৮ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১১:০৩ এএম

পলাশ প্রতিনিধি ॥
বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন নরসিংদীর পলাশের ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা ৮ সপ্তাহের মজুরির দাবিতে মহাব্যবস্থাপকে (জিএম) অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিলের উৎপাদন বন্ধ করে জিএম অফিস ঘেরাও করে এ অবরোধ করা হয়।
মিলের ভারপ্রাপ্ত মহা ব্যবস্থাপক কাজী সিরাজুল ইসলাম সকালে তার অফিস কক্ষে গেলে শ্রমিকরা মিল বন্ধ করে প্রশাসনিক ভবনের সামনে এসে মজুরির দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে এবং ভারপ্রাপ্ত জিএমকে অবরুদ্ধ করে সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি ইউসুফ আলী, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আবুল খায়ের, সিবিএ নেতা হারুন অর রশিদ প্রমূখ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ৮ সপ্তাহ মজুরি, কর্মকর্তাদের ৩ মাসের বকেয়া বেতন ও কর্মচারীদের ২ মাসের বেতন পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ সময় বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা বলেন, বকেয়া মজুরি না দেওয়া পর্যন্ত মিলের উৎপাদন চালু করা হবে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) মিলের উৎপাদন বন্ধ ছিল।
মিলের সিবিএ সভাপতি ইউসুফ আলী জানান, ৫২০ তাঁতের এই জুট মিলটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। কিন্তু বিজেএমসি কর্তৃপরে অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে মিলটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিজেএমসি টাকা না দেয়ায় মিল কর্তৃপ আট সপ্তাহ যাবত শ্রমিকদের মজুরি, দুই মাস ধরে কর্মচারীদের বেতন ও তিন মাস ধরে কর্মকর্তাদের বেতন-ভাতাদি দিতে পারছেন না।
মিলের তাঁত বিভাগের শ্রমিক জাহাঙ্গীর, কবির হোসেন, সিরাজ মোল্লা জানান, বাজারের সব কিছুর দাম বৃদ্ধির মধ্যে আট সপ্তাহ ধরে আমাদের মজুরি বন্ধ। এ অবস্থায় আমরা পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছি।
এসব বিষয়ে বাংলাদেশ জুটমিলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক কাজী সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমরা এখন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছি। বিজেএমসি টাকা না দেওয়ার ফলে আমরা শ্রমিক-কর্মচারীদের মজুরিও দিতে পারছি না। টাকার অভাবে মিলের পাটও কিনতে পারছি না। আজকের এই শ্রমিক বিক্ষোভের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল
- রায়পুরায় ৭ বছর পর নদী খননের মাটি বিক্রির নিলাম, বিপাকে কৃষকরা
- মনোহরদীতে 'ধর্ষণের শিকার' নারী জন্ম দিল সন্তান, কারাগারে প্রতিবেশি বৃদ্ধ
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল
- রায়পুরায় ৭ বছর পর নদী খননের মাটি বিক্রির নিলাম, বিপাকে কৃষকরা
- মনোহরদীতে 'ধর্ষণের শিকার' নারী জন্ম দিল সন্তান, কারাগারে প্রতিবেশি বৃদ্ধ