রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের কারণ খতিয়ে দেখা হচ্ছে : বস্ত্র ও পাট মন্ত্রী
৩০ এপ্রিল ২০১৯, ০৪:৫০ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের কারণ খতিয়ে দেখে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার চেষ্টা চালানো হচ্চে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
তিনি আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউএমসি (ইউনাইটেড মেঘনা চাঁদপুর) জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি আসন্ন রোজার মধ্যেই পরিশোধ করা হবে বলেও জানান তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, জুটমিলগুলোর লোকসানের কারণ ও চলমান সমস্যা সমাধানের পথ বের করতেই আজকের এ পরিদর্শনে আসা। সরকারি পাটকলগুলোতে আমরা ভর্তুকি দিচ্ছি। আর ভবিষ্যতে ভর্তুকি দিয়ে জুট মিলগুলো চালানো হবে কী না সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করা দরকার। প্রাথমিকভাবে আমরা লোকসানের বড় একটি কারণ পেয়েছি যা হচ্ছে অতিরিক্ত মজুরি কমিশন। বেসরকারি পাটকলগুলোতে একজন শ্রমিকের যে বেতন দেওয়া হয় আমরা তাঁর ২-৩ গুণ বেশি দিচ্ছি। আর বেসরকারি পাটকলগুলোর যন্ত্রপাতিও অত্যাধুনিক। তারা যেখানে চারটি মেশিনের বিপরীতে ১ জন শ্রমিককে কাজ করায় সেখানে আমাদের পুরোনো মেশিনগুলো প্রতিটিতে একজন করে শ্রমিক লাগে। আর একটি বড় কারণ হচ্ছে মৌসুমে পাট না কিনে গড় মৌসুমে অতিরিক্ত দামে পাট কেনা। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
শ্রমিকদের নয় দফা দাবি বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট শ্রমিকদের প্রতি আন্তরিক। প্রধানমন্ত্রী গতকাল সোমবার (২৯ এপ্রিল) জুটমিলভিত্তিক বকেয়ার পরিমাণ জানতে চেয়েছেন। আশা করছি শ্রমিকদের বকেয়া আসন্ন রমজানের আগে অথবা রমজানের মধ্যে পরিশোধ করা হবে।
আর দাবির প্রেক্ষিতে যদি আমরা সরকারি পাটকলগুলো বন্ধ করে দেই তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ সিন্ডিকেট তৈরি করবে। আর শুধুমাত্র আমাদের শ্রমিকদের জন্যই নয় পাট ও পাট চাষীদের বাঁচিয়ে রাখতেই সরকারি পাটকলগুলো বাঁচিয়ে রাখতে হবে।
এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও নরসিংদী সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী, সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম, অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক, নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল, ইউএমসি জুটমিলের মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) গাজী শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নরসিংদীর সাহেপ্রতাবস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন