আবদুল্লাহ আল মামুন বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

২১ ডিসেম্বর ২০১৮, ০৮:০৫ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১০ পিএম


আবদুল্লাহ আল মামুন বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
আবদুল্লাহ-আল-মামুন

 

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভা ১৫ ডিসেম্বর কাওরানবাজারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিদায়ী প্রেসিডেন্ট তপন চৌধুরী সভাপতিত্ব করেন। সাধারণ সভায় সমিতির ২০১৭-২০১৮ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাবসহ পরিচালনা পর্ষদের রিপোর্ট অনুমোদিত হয়।
সভায় মোহাম্মদ আলী খোকন ২০১৯ ও ২০২০ মেয়াদের জন্য বিটিএমএ’র প্রেসডেন্ট হিসেবে বিনা প্রদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


এছাড়া ভাইস-প্রেসিডেন্ট হিসেবে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ক্যাটারগরি হতে নরসিংদীর আবদুল্লাহ আল মামুন, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি হতে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে আলমগীর শামসুল আলামিন, ও ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং ক্যাটাগরি হতে আবদুল্লাহ আল মাহমুদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
আবদুল্লাহ আল মামুন নরসিংদীর আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেডের পরিচালক। তিনি দীর্ঘদিন টেক্সটাইল শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। মামুন বর্তমানে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট।