হজে যেতে নিতে হবে করোনার টিকা

১৬ মার্চ ২০২১, ০৫:০৮ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম


হজে যেতে নিতে হবে করোনার টিকা

জীবনযাপন ডেস্ক:

চলতি বছর হজে গমনেচ্ছুদের করোনার টিকা গ্রহণ করতে হবে। মঙ্গলবার (১৬ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত ১৮ বছরের বেশি এবং ৪০ বছরের কম বয়সী ৪ হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়স্ক ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা গ্রহণ করতে হবে।

এতে আরও বলা হয়, টিকা কার্ডে ট্র্যাকিং নাম্বার, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এজেন্সির নাম ইত্যাদি উল্লেখ থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চলতি মার্চের মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও