কেন বিপদজনক এ্যানার্জি ড্রিংক
১১ জুন ২০১৯, ১২:৪৯ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৬ এএম

হেলথ ডেস্ক:
অনেকেই গরমে অস্থির হয়ে পড়েন। শরীরের শক্তিক্ষয় কমাতে আর শরীর সতেজ রাখতে কত কিছুই না খেয়ে বা পান করে থাকেন। বিশেষ করে পানি জাতীয় খাবার বেশি খেলে গরমে অনেকটাই সুস্থ থাকা যায়। আর তরল পানীয়’র মধ্যে গরমে এনার্জি ড্রিঙ্কস অনেকেরই পছন্দ।
কেউ কেউ এতে মিশিয়ে নিচ্ছেন বরফ, আবার কেউ বা দিনে দুই-তিন বার বরফ ছাড়াই খাচ্ছেন এনার্জি ড্রিঙ্ক। ক্লান্তি কমে কিছুটা শক্তিও আসে এতে। গরমে সাধারণ পানি খেতে ইচ্ছা না করলে তরুণরা এই পানীয় বেশি পান করেন। কিন্তু চিকিৎসকরা বলছেন এই অভ্যাস খুব ভাল কিছু নয়। আর শুধু ছোটদের নয়, সব বয়সের জন্যই এই পানীয় ক্ষতির কারণ।
কেন বিপদ
পুষ্টিবিদদের মতে, একটি ৩৩০ গ্রাম এনার্জি ড্রিঙ্কের বোতলে প্রায় ১০ শতাংশ থাকে সুগার ও ক্যাফিন। যার কারণে ওবেসিটি, টাইপ ২ ডায়াবেটিস ও মানসিক অস্থিরতার সমস্যা তৈরি হতে পারে। এসব ছাড়াও রয়েছে আরো কিছু ভয়ের কারণ।
আমেরিকান হার্ট অ্যাসোশিয়েশন-এর নতুন জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৪০ বছর বয়সি ৩৪ জন সুস্থ মানুষের উপর তিন দিন গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, প্রতি দিন এক লিটার বা তার বেশি এই ধরনের পানীয় যারা পান করেন, তাদের রক্তচাপ সুস্থ মানুষের থেকে বেড়ে যায়। একই সঙ্গে হৃদস্পন্দনের গতিও স্বাভাবিক থাকে না তাদের।
প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির একজন অধ্যাপক একটি প্রতিবেদনে জানিয়েছেন, শুধু ক্যাফিন নয়, এই ধরনের পানীয়তে টাওরিন (এক ধরনের অ্যামিনো অ্যাসিড), গ্লুকুরোনোল্যাকটোন জাতীয় অনেক উপাদান থাকে। এই পানীয়গুলো যত কম খাওয়া যায় ততই ভাল।
মেডিসিন বিশেষজ্ঞরা বলেন, এনার্জি ড্রিঙ্ক থেকে শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করে। এই ধরনের পানীয়তে অনেক ক্ষেত্রেই কৃত্রিম চিনি বা অ্যাসপার্টেম থাকে, যা ডায়াবেটিসে আক্রান্ত করার জন্য যথেষ্ট। তার সঙ্গে প্রিজারভেটিভ যুক্ত থাকায় নানা চর্মরোগের জীবাণু, লিভারের উপরেও সরাসরি খারাপ প্রভাব ফেলে এই সব উপাদান। তাই পানি, ডাবের পানি, লবণ-মধুর পানি, লেবু-মধু পানি এ সব পান করেই সতেজ থাকুন।
চিকিৎসকরা আরো বলেন, এনার্জি ড্রিঙ্ক হিসেবে অনেকে ঠাণ্ডা পানীয় পান করেন, সেটাও খুব ক্ষতিকর। এতেও অতিরিক্ত চিনি থাকে। তাছাড়াও এগুলো শরীরে পানির চাহিদা তৈরি করে শরীরকে শুষ্ক করে দেয়। তাই এনার্জি ড্রিঙ্ক, ঠাণ্ডা পানীয় সবই বন্ধ করতে হবে।
আমাদের দেশে বিক্রি হলেও বেশ কিছু এনার্জি ড্রিঙ্ক ইতিমধ্যে নিষিদ্ধ করেছে নরওয়ে ও ডেনমার্কের মতো দেশ। যুক্তরাজ্যেও শিশুদের কাছে এই ধরনের পানীয় বিক্রি রীতিমতো নিষিদ্ধ।
বিভাগ : জীবনযাপন
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত