নরসিংদীতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান শুরু

১৫ অক্টোবর ২০২৩, ১০:৩৪ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম


নরসিংদীতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে শুরু হয়েছে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান কার্যক্রম। রোববার সকালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমসে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর সিভিল সার্জন ডা.মো নুরুল ইসলাম।

পঞ্চম থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এই টিকা দেয়া হচ্ছে৷ চলতি মাস পুরোটা জুড়ে এই কার্যক্রম চলবে বিভিন্ন স্কুলে৷ পুরো জেলায় প্রায় দেড় লাখ শিক্ষার্থী বিনামূল্যে পাচ্ছে এই টিকা৷ আজ প্রথম দিনে পাচ্ছে ১৮ হাজার শিক্ষার্থী।

উদ্বোধনের আগে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন সিভিল সার্জন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও