আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মনোহরদীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫০ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৩:৩৮ এএম


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মনোহরদীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সামাজিক সংগঠন “এসো বাঁচতে শিখি” উপজেলার বালিপুরা গ্রামে এই ক্যাম্পেইন করেছে।

অর্ধবেলা এই ক্যাম্পেইন এর মাধ্যমে সংগঠনের সদস্যরা ২৭০ জন রক্তের গ্রুপ না জানা মানুষদের গ্রুপ জানিয়ে দেয়ার কাজ সম্পন্ন করে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ক্যাম্পেইন চলে বিকাল ৩ টা পর্যন্ত।

''মানব সেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ'' এই স্লোগান ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে "এসো বাঁচতে শিখি" সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সূচনা থেকে বিভিন্নভাবে সামাজিক দায়িত্ব পালন করে আসছে । প্রতি বছরই একুশে ফেব্রুয়ারিতে নানা ধরনের ইভেন্টের আয়োজন করে 'এসো বাঁচতে শিখি' সংগঠন।

সংগঠনের সদস্যরা মনোহরদী উপজেলার প্রত্যেকটি গ্রামে এ ধরনের ইভেন্ট পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন এবং সর্বস্তরের জনগণের সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করেন।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও