টুইটার বাতিল করল পৌনে ২ লাখ চীনা অ্যাকাউন্ট

১২ জুন ২০২০, ০৮:৪৫ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম


টুইটার বাতিল করল পৌনে ২ লাখ চীনা অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ২ লাখ অ্যাকাউন্ট বাতিল করেছে। শুধু চীনের পক্ষ হয়ে ভুল ও অসত্য তথ্য প্রদানের অভিযোগে ১ লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার। এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বাতিলকৃত ২৩ হাজারের বেশি অ্যাকাউন্ট ছিল খুবই সক্রিয়। বাকি ১ লাখ ৫০ হাজার পরিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার অ্যাকাউন্ট। এছাড়া রাশিয়ার হয়ে প্রচার চালানো ১ হাজারের বেশি অ্যাকাউন্টও মুছে ফেলার কথা জানিয়েছে সংস্থাটি।

টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, চীনপন্থি অ্যাকাউন্টগুলো থেকে চীনের রাষ্ট্রীয় নীতির সমর্থনে প্রচারণামূলক পোস্ট দেয়া হতো। এর আগে ফেসবুক আইডি ও ইউটিউবগুলো থেকে হংকংয়ের পরিস্থিতি নিয়ে চীনের পক্ষ থেকে প্রচারণা চালানো হতো।

জ্যাক ডোরসি প্রতিষ্ঠিত কোম্পানি টুইটারের নিজস্ব ব্লগে বলা হয়েছে, আমাদের নেটওয়ার্ক নতুন হলেও যতেষ্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই যেসব অ্যাকাউন্টগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করে চীনা ভাষায় অসত্য তথ্য দিয়েছে সেগুলো আমরা বাতিল করেছি।



এই বিভাগের আরও