সাইবার অপরাধীদের টার্গেট ফেসবুক ব্যবহারকারী নারীরা

১৭ অক্টোবর ২০১৯, ১০:৪৯ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৪ এএম


সাইবার অপরাধীদের টার্গেট ফেসবুক ব্যবহারকারী নারীরা

নিজস্ব প্রতিবেদক:

সাইবার অপরাধীদের মূল টার্গেটে পরিণত হয়েছে ফেসবুক ব্যবহারকারী নারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, মিডিয়া কর্মী, দেশজুড়ে পরিচিত সেলিব্রেটি থেকে শুরু করে ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী এবং গৃহিণী কারও ফেসবুক আইডি হ্যাক করার বাকি নেই। গড়ে তুলেছেন ফেসবুক আইডি হ্যাক করার বিশাল সাম্রাজ্য। অনেককেই ব্ল্যাকমেইল করে নিয়েছেন লাখ লাখ টাকা। অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করে পাঠিয়ে কারও ভেঙেছেন সংসার। কখনও আবার র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে হুমকি দিয়েছেন, টাকা-পয়সা নিয়েছেন। তাদের মূল টার্গেটে ফেসবুক ব্যবহারকারী নারীরা।

ভয়ংকর এ সাইবার অপরাধী চক্রের সব তথ্য ইতোমধ্যে সংগ্রহ করেছে র‌্যাব। র‌্যাবের অনুসন্ধানে উঠে এসেছে তাদের ভয়ঙ্কর অপরাধের সব চিত্র। গ্রেফতার করা হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার তিতারকোণা মামদনগর গ্রামের বাসিন্দা মৃত ইজাজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান নবীনকে (২৮)। তার বিরুদ্ধে র‌্যাব-৯ সিলেটের এসআই পঙ্কজ দাশ বাদী হয়ে সাইবার অপরাধের অভিযোগে মামলা করেছেন।

মামলার এজাহারে তার অপরাধের ১৩৯ পৃষ্টার স্ক্রিনশট জমা দেয়া হয়েছে। আর সাইবার অপরাধীদের তথ্যের ১ হাজার ২৬৫ পৃষ্টার স্ক্রিনশট সংগ্রহ করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে বাহুবল থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে বিকেলে তাকে আটক করে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিলেটের অপারেশন অফিসার শামীম আনোয়ার জানান, তার একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। সে সেলিব্রেটি থেকে গৃহিণী কারও ফেসবুক হ্যাক করার বাকি রাখেনি। ফেসবুক হ্যাক করে টাকা পয়সা চায়। বলে টাকা দিলে আইডি ফিরিয়ে দেব। অন্যথায় এটি ডিজেবল করে দেব। তিনি বলেন, মেয়েদের ফেসবুক আইডি হ্যাক করার পর সে ছবি, ভিডিও সংগ্রহ করে তা এডিট করে ওই আইডির মালিকের কাছে পাঠিয়ে দিত। এরপর মেয়েদের ফাঁদে ফেলে অশ্লীল আচরণ করতো। এ অপরাধী অসংখ্য মানুষের সংসার ভেঙেছে। দেখে বুঝার উপায় নেই সে এমন একজন অপরাধী। তার বিশাল নেটওয়ার্ক রয়েছে। তারা আরও অনেক বেশি দক্ষ। সেগুলোর অনুসন্ধান চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এ বিষয়ে বুধবার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন র‌্যাব-৯ সিলেটের অপারেশন অফিসার শামীম আনোয়ার। সেখানে অপরাধী চক্রের আদ্যোপান্ত তুলে ধরেন তিনি। তার ফেসবুকে পোস্ট করা তথ্যের চুম্বক অংশ তুলে ধরা হলো, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকার ফেসবুক আইডি হ্যাকড হওয়ার সূত্র ধরে রবিনের সাইবার অপরাধ সাম্রাজ্যের বিষয়টি সম্পর্কে প্রথম জানতে পারি। ব্যক্তিগত প্রণোদনা থেকে একটু গভীরে অনুসন্ধান চালাতে গিয়ে যা আবিষ্কার করলাম, তা রীতিমতো চমকে ওঠার মতোই। ফেসবুক আইডি হ্যাক করে টুপাইস কামিয়ে নেয়ার মতো প্রথাগত সাইবার অপরাধী আর ঠুনকো কাজের কাজি নন তিনি মোটেও। তার কাজের বহুমাত্রিকতা সত্যিই একজনের মাথা খারাপ করে দেয়ার তরফে যথেষ্ট।



এই বিভাগের আরও