হ্যাকড হয়েছে অর্থমন্ত্রীর ফেসবুক আইডি

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৮ এএম


হ্যাকড হয়েছে অর্থমন্ত্রীর ফেসবুক আইডি

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাক করেছে দুর্বৃত্তরা। ওই আইডি থেকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, আইডিটি পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। দ্রুতই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।



এই বিভাগের আরও