আইফোন তৈরি হচ্ছে ঢাকায়!
২১ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
                    
                                        টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
অনলাইনে অনেক কম দামে পাওয়া যেত আইফোন। দাম কম হওয়ায় ক্রেতাদের চাহিদাও ছিল প্রচুর। ক্রেতারা হুমড়ি খেয়ে অনলাইনে কিনে নিতেন আইফোন। অপরদিকে বিক্রেতারা হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। তবে ক্রেতারা মোটা অঙ্কের টাকা দিয়ে যে আইফোন কিনতেন, তার সবই ছিলো নকল। রাজধানীর মোতালেব প্লাজার একটি দোকান তৈরি হতো এসব আইফোন।
এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে মার্কেটটিতে নকল আইফোন তৈরির দোকানের সন্ধান পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। আর তার সঙ্গে অভিযানে সহযোগিতা করেন বিটিআরসির সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান ও র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত আমিন খান।
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমের কাছে জানান, মোতালেব প্লাজার পঞ্চম তলায় ‘ক্লাসিক টেলিকম’ নামের প্রতিষ্ঠানটি ২ মাস ধরে দোকান ভাড়া নিয়ে নকল আইফোন তৈরি করে অনলাইনে বিক্রি করছিল। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটি তালা দিয়ে পালিয়ে গেলে পরে তালা ভেঙে দোকানে প্রবেশ করে এসব অপরাধ কর্মকাণ্ড ধরা পড়ে। এসময় আইফোন ছাড়াও স্যামসাং, ওয়ান প্লাস, অপ্পো, শাওমি, ভিভো ও নকিয়াসহ বিভিন্ন ব্যাণ্ডের সেট তৈরির সিল ও সরঞ্জাম পাওয়া যায়। অভিযানে আটটি প্রতিষ্ঠানকে ১২লাখ টাকা জরিমানা এবং একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তিনি বলেন, অনলাইনে নকল আইফোন বিক্রির একটি দোকান পাওয়া গেছে। যেখানে আইফোনের নকল মোবাইল, চার্জার, ব্যাটারি এবং হেডফোন পাওয়া গেছে। এই সমস্ত মোবাইল সেট যারা তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত তাদের কারণে ক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে। এসব মোবাইল ব্যবহারের কারণে হাই রেডিয়েশনে সাধারণ ব্যবহারকারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জানিয়ে সারওয়ার আলম আরও বলেন, অল্প সময়ে এসব ফোন নষ্ট হয়ে যাওয়ায় আমাদের ই-ওয়েস্টে বা ইলেক্ট্রনিকস বর্জ্যের পরিমাণ অনেক বাড়িয়ে দিচ্ছে। একটি অরিজিন্যাল মোবাইল সেট ৩ বছর থেকে ৫ বছর যাবে কিন্তু ক্লোন বা নকল সেট, যন্ত্রাংশ ব্যবহারের ফলে একমাস বা ৬ মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। যেটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এসব কারণে আমরা অভিযান পরিচালনা করছি এবং এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
 - রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
 - ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
 - রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
 - নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
 - নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
 - দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
 - হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
 - এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
 - মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
 
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
 - রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
 - ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
 - রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
 - নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
 - নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
 - দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
 - হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
 - এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
 - মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩