শনিবার ৭ চ্যানেলে সিসিমপুর ‘এলমোর বিশ্ব সংবাদ’

২৬ জুন ২০২০, ০৮:৫৮ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম


শনিবার ৭ চ্যানেলে সিসিমপুর ‘এলমোর বিশ্ব সংবাদ’

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে সিসিমপুর নির্মাণ করেছে বিশেষ একটি পর্ব। ‘এলমোর বিশ্ব সংবাদ’ নামের বিশেষ এই পর্বটি পরিবর্তিত পরিস্থিতিতে শিশু ও তাদের পরিবারকে জানতে সাহায্য করবে কীভাবে বাড়িতে থেকে খেলার মাধ্যমে মজায় মজায় শেখা যায়।

শনিবার (২৭ জুন) বিশেষ এই পর্বটি প্রচারিত হবে দেশের ৭টি টেলিভিশন চ্যানেলে। দীপ্ত টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে বেলা ১টায়, আরটিভিতে বিকেল ৫টা ৩০ মিনিটে, বাংলা টিভিতে বিকেল ৫টা ৩০ মিনিটে, মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, বিজয় টিভিতে রাত ৯টায় এবং বিটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে এলমো’র বিশ্ব সংবাদ।

সিসিমপুর সূত্রে জানা গেছে, বিশেষ এই পর্বটি শিশুদেরকে খেলার মাধ্যমে শিখতে সাহায্য করবে। সাহায্য করবে বড়দের এবং শিশুদের আনন্দ, দুঃখ, হতাশা ইত্যাদি অনুভূতিগুলোর সাথে মানিয়ে নিতে। এলমো তার ঘরে থেকে খেলে একটা মজার খেলা। সে ‘এলমোর বিশ্ব-সংবাদ’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালন করে। যেখানে ঘরে থেকেই তার সাথে যোগ দেয় হালুম, টুকটুকি, গ্রোভার, বিস্কুট পাগলা, রায়া এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা। আর দেখায় ঘরে নিরাপদে থেকে কীভাবে তারা মজা করে সময় কাটাচ্ছে।

পর্বটিতে প্রিয় বন্ধু হালুম আর টুকটুকিকে দেখা যাবে রিপোর্টারের ভূমিকায়। ওরা হাজির হবে বিশেষ খবর নিয়ে, আর তা হলো, শিশুরা এই সময়ে কীভাবে তাদের দুঃখ বা হতাশার মতো গভীর আবেগগুলো অঙ্গভঙ্গি ও নাচের মাধ্যমে প্রকাশ করতে পারে।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও