স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ!

০৬ নভেম্বর ২০২০, ০২:৩০ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম


স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ!

বিনোদন ডেস্ক:

স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে। স্টার গ্রুপের পাঁচ চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন বন্ধের ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)।

এর আগে গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে স্টার গ্রুপের চ্যানেল বন্ধের হুমকি দিয়েছিল ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ সাংবাদিকদের বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে স্টার গ্রুপের (স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে) সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা।

এদিকে, জাদু ভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কুনাল দেশমুখ বলেন, বর্তমানে দেশে ৬০০ এর উপর বৈধ কেবল অপারেটর রয়েছে, যাদের মধ্যে অল্প কিছু সংখ্যক কেবল অপারেটর নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত কিছু বিষয় সামনে নিয়ে এসে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছে। অল্প কিছু অপারেটর স্টার বয়কটের নামে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে দাবি করে কুনাল বলেন, তারা নানা অজুহাতে বিপুল পরিমাণ বিল পরিশোধ করছে না।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও