৯১ মিনিটের ‘আলফা’ প্রদর্শন হবে আজ

১০ নভেম্বর ২০১৯, ০৪:২৩ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পিএম


৯১ মিনিটের ‘আলফা’ প্রদর্শন হবে আজ

টাইমস বিনোদন ডেস্ক:

কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসবের পর্দা উঠেছে গত ৮ নভেম্বর। বরাবরের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের। ২৫ তম আসরে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি অমিতাভ বচ্চন। এবারের আসরে বিশ্বের ৭৬টি দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যার মধ্যে ২১৩টি ফিচার এবং ১৫২টি স্বল্পদৈর্ঘ্য এবং ডকুমেন্টারি ফিল্ম থাকছে। উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

২৫ তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে দুটি চলচ্চিত্র। রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতীর কথা’ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’। ১০৫ মিনিট দৈর্ঘ্যের ‘চন্দ্রাবতীর কথা’ চলচ্চিত্রটি কলকাতার রবীন্দ্র সদন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে গতকাল অন্যদিকে, ৯১ মিনিটের ‘আলফা’ প্রদর্শন হবে আজ। কলকাতার বিজলী সিনেমা হল ভেন্যুতে এটি প্রদর্শন হবে আজ। এমনটাই জানা গেছে, উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট সূত্রে।

ঢাকার এক রিকশা পেইন্টারকে ঘিরে আবর্তিত হয়েছে ‘আলফা’ চলচ্চিত্রের গল্প। তার চোখে ফুটে ওঠে সমাজের নানা অসঙ্গতি। যান্ত্রিক শহরে বাস্তবতার সঙ্গে তার মানিয়ে ওঠা এবং ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার তুলে ধরা হয়েছে এতে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির, দিলরুবা দোয়েল, হীরা চৌধুরী, এটিএম শামসুজ্জামান, ইশরাত নিশাত, মোস্তাফিজ নুর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ। যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং এশা ইউসুফ।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও