নরসিংদীতে খেলাঘর আসরের জরুরী সভা অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ এএম


নরসিংদীতে খেলাঘর আসরের জরুরী সভা অনুষ্ঠিত

মোমেন খান:
কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন সফল করতে নরসিংদী জেলা খেলাঘরের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় সোহরাওয়ার্দী উদ্যান (নরসিংদী বাজার) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাক আহমেদ ভূইয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ভূঞার সঞ্চালনায় নরসিংদী জেলা খেলাঘর আসরের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল খেলাঘর শাখা আসরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, আগামী আগামী ৩ ও ৪ মার্চ বাংলাদেশ শিশু একাডেমিতে খেলাঘর আসরের কেন্দ্রিয় সম্মেলন সফল করার জন্য খেলাঘর আসর নরসিংদী জেলার সকলকে অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়। 


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও