করোনার কবলে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৭ এপ্রিল ২০২১, ০৬:০৯ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম


করোনার কবলে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন টলিউড ও বলিউডের জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেতা। মাস খানেক ধরেই পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন ঘিরে বিজেপির হয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি। রাজনীতির মঞ্চে এক ছোবলে ছবি শেষ ডায়লগ দিয়ে এবার নিজেই করোনার ছোবলে পড়লেন জনপ্রিয় এই অভিনেতা।

জানা গেছে, জোরকদমে শুরু হয়েছে তার চিকিৎসা। নির্বাচন ঘিরে প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চড়কিপাক খাচ্ছিলেন এই অভিনেতা। প্রতিটি সভাতেই তাকে একঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল মানুষের দল। ভিড়ে ঠাসা সেই প্রতিটি জনসভায় কখনও মঞ্চের ওপর থেকে কখনও বা প্রচার গাড়িতে বসে গরম গরম ‘হিট সংলাপ’ আওড়ানোসহ বক্তৃতা দিয়েছেন।

প্রিয় তারকাকে ঘিরে ফ্যানদের উচ্ছ্বাস, সেলফি তোলার আবদার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর ছোঁয়া ‘সুপারস্টার’। রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও