নরসিংদীতে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক পরিবেশনা

০৯ নভেম্বর ২০১৯, ০১:২৩ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পিএম


নরসিংদীতে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক পরিবেশনা

নিজস্ব প্রতিবেদক:
“নদী মাতৃক বাংলাদেশ, ১৩শ নদী শুধায় আমাকে” এই শ্লোগানকে সামনে রেখে দেশজুড়ে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নরসিংদীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক সাংস্কৃতিক পরিবেশনা।
নরসিংদী শিল্পকলা একাডেমীর আয়োজনে মেঘনা নদীর পাড়ে পঞ্চবটির ঘাটে শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় এই সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মেঘনা নদীতে কয়েকটি নৌকা ভাসিয়ে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন তিনি।


অনুষ্ঠানে আরো আলোচনা করেন অতিরিক্ত ডিআইজি সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, জেলা কালচারাল কমিটির সদস্য প্রফেসর মোহাম্মদ আলী, জেলা কালচারাল কর্মকর্তা শায়েলা খাতুন ও করিমপুর ইউপি চেয়ারম্যান হারিছ মিয়া।
আলোচনা শেষে নদীকেন্দ্রিক গান, নৃত্য পরিবেশিত হয়। এসময় নদীপাড়ের হাজারো মানুষ অনুষ্ঠান উপভোগ করতে ছুটে আসেন।


বিভাগ : বিনোদন