করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী এসআই টুটুল

২১ আগস্ট ২০২০, ০৩:১২ পিএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম


করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী এসআই টুটুল
ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী এসআই টুটুল। শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য তিনিই নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গেল তিনদিন আগে নমুনা পরীক্ষার ফল হাতে পেয়েছেন। তাতে তার করোনা ‘পজিটিভ’ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন টুটুল। সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে টুটুল বলেন, আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।

৯০ দশকে ব্যান্ড এলআরবি’র মাধ্যমে রাজকীয় উত্থান হয় এসআই টুটুলের। এরপর ব্যান্ড ছেড়ে গড়েন একক ক্যারিয়ার। সফলতা আসে সেখানেও। কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে চলেছেন নিরলস। ১৯৯৯ সালে টুটুল বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল তানিয়া আহমেদ এর সাধে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও