ইত্যাদির সেই আকবর আর নেই  

১৩ নভেম্বর ২০২২, ০৯:৫১ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম


ইত্যাদির সেই আকবর আর নেই   

 

বিনোদন ডেস্ক:
কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে,গত বুধবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে পরিচিতি পান আকবর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলা হয়।

 

২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও এই শিল্পীকে জনপ্রিয়তা এনে দেয়।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও