বন্ধুর বোনকে বিয়ে করছেন চিত্রনায়ক সিয়াম

১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৮ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ এএম


বন্ধুর বোনকে বিয়ে করছেন চিত্রনায়ক সিয়াম
Entertainment

জীবনসঙ্গী হিসেবে বন্ধুর বোন অবন্তীকে বেছে নিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

 

শুক্রবার রাতে রাজধানীর বারিধারায় কনে শাম্মা রুশাফি অবন্তীর বাসায় কনে পক্ষের গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে।
শনিবার সন্ধ্যায় বর সিয়ামের রাজারবাগের বাসায় আরেকটি গায়েহলুদের অনুষ্ঠান হবে।

আর আগামীকাল রোববার ১৬ ডিসেম্বর রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের আকদ হবে।

শনিবার সিয়াম আহমেদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের জনপ্রিয় একজন নায়কের বিয়ে এত চুপিসারে কেন? এমন প্রশ্নের জাবাবে সিয়াম বলেন, এটা একেবারেই ঘরোয়া আয়োজন। আমাদের দুই পরিবার চেয়েছে, নিজেদের মতো করে আয়োজনটি করতে। হুটহাট করেই সিদ্ধান্ত। তাই আমার অঙ্গনের কাউকে বিয়েতে দাওয়াত দিতে পারিনি। নতুন বছর সুবিধাজনক একটি সময়ে সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠানের কথা আমরা ভেবেছি। আপাতত, আমাদের নতুন জীবন শুরুর আগে সবার কাছে দোয়া চাই।

নতুন জীবন শুরুর আগে সিয়াম বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব, এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কের শুরু। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, সম্পর্কগুলো এখন এতটাই ভঙ্গুর হয়ে গেছে, সেখান থেকে একটা সম্পর্ক সাত বছর ম্যানটেইন করা, আর এবার নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নেয়া সত্যিই সবার দোয়া ও আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না।

তিনি বলেন, আমি যে পেশায় আছি, সেখানে তো আরও বেশি কঠিন। আমি সব সময় যে বিষয়টা দেখেছি, অবন্তী আমার প্রতি যতটা শ্রদ্ধাশীল তার চেয়েও বেশি আমার পেশার প্রতি। আমি যা করছি, সবকিছুতে সে সাপোর্ট করেছে। আমার প্রথম সিনেমায় কাজ করার আগে অনেক বেশি উৎসাহ দিত।

সিয়াম বলেন, অবন্তী যে সাপোর্ট আমাকে করে আসছে, এভাবে থাকলে পেশাগত ও ব্যক্তিজীবন দুই জায়গায় হয়তো ভালো কিছু করতে পারব। একজন পুরুষের সফলতার পেছনে তার জীবনসঙ্গীর সমর্থন বড় ভূমিকা রাখে। তেমনি নারীর ক্ষেত্রেও জীবনসঙ্গীর সমর্থন খুব জরুরি।

কনে অবন্তী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক পাস করেছেন। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন। বিশ্ববিদ্যায়ের প্রথম বর্ষ থেকে পরিচয় তাদের। সাত বছর ধরে ছিল তাদের প্রেমের সম্পর্ক।

এদিকে সিয়াম বাবা-মায়ের একমাত্র সন্তান। পড়াশোনায় ভীষণ মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরে অভিনয়ে পুরোদস্তুর জড়িয়ে পড়েন।

চার বছর আগে ‘ভালোবাসা ১০১’ নাটকের মধ্য দিয়ে সিয়ামের অভিনয়জীবন শুরু হলেও চলচ্চিত্রে এসে বেশি সফলতা পেয়েছেন। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া ‘দহন’ ছবিটিও দর্শকপ্রিয়তা পায়।


বিভাগ : বিনোদন

বিষয় : entertainment


এই বিভাগের আরও