নির্বাচনে তারকা ভাবনা

১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম


নির্বাচনে তারকা ভাবনা
Entertainment

আমি কোনো রাজনীতির মানুষ নই। রাজনীতি নিয়ে আমার কিছু বলার নেই।

তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় এমন প্রত্যাশা করি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

সে সঙ্গে আমাদের শোবিজাঙ্গনের অনেকেই এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। এমনিতে সার্বিকভাবে আমাদের দেশের অবস্থা আগের চেয়ে ভালো।

নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের বাধ্যতামূলক জবাবদিহি থাকা উচিত।

সৎ ও নিষ্ঠাবান মানুষ যখন দলনেতা হবেন তখন দেশ এমনিতেই উন্নয়নের দিকে যাবে। আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তাদের কাছে আমার প্রত্যাশা, শোবিজের দিকে যেন বিশেষ নজর দেন। শিল্পীরা নাকি ‘দুস্থ’।

অভিনয় একটি পেশা। সব জায়গায় মানুষের ভালো কিংবা খারাপ অবস্থা থাকেই। কিন্তু শোবিজে যারা কাজ করেন তাদের কোনো সমস্যা হলে তাদের কেন দুস্থ বলা হবে?

আগামী নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা যেন অভিনয় শিল্পীদের প্রতি একটু খেয়াল রাখেন। এ জগতে অনেক সমস্যা রয়েছে। বর্তমানে সিনেমার পরিবেশ, বাজেট, গল্প সবকিছুতে সমস্যা। পৃষ্ঠপোষকতার অভাব।

নাটক, টেলিছবি, ছবি সংস্কৃতিরই একটি অংশ। যারাই ক্ষমতায় আসুক, আমাদের শোবিজাঙ্গনের দিকে যেন বিশেষ নজর দেন- এটাই প্রত্যাশা করি।


বিভাগ : বিনোদন

বিষয় : entertainment


এই বিভাগের আরও