হলিউডে তারকা ফুটবলার রোনালদো !

২৯ ডিসেম্বর ২০১৯, ০১:০৯ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪১ পিএম


হলিউডে তারকা ফুটবলার রোনালদো !

টাইমস স্পোর্টস ডেস্ক:

ফুটবল বিশ্বের এক চমকের নাম ক্রিস্তিয়ানো রোনালদো। ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার অবসরের পর হলিউডের সিনেমায় অভিনয় করতে চান। সম্প্রতি সিএনএন দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে রোনালদো নিজের এমন ইচ্ছের কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে।

সিএনএন’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চ্যালেঞ্জ গ্রহণ ও নতুন কিছু শেখার জন্য রোনালদোর আরও ৫০ বছর বাঁচতে চান। ফুটবল থেকে অবসরে যাওয়ার পর বেশ কিছু পরিকল্পনা আছে তার। শেষ করতে চান নিজের পড়াশোনা। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জের জন্য হলিউডের সিনেমায় অভিনয় করতেও রাজি এই তারকা ফুটবালার।

তবে এই তারকা ফুটবলার যে অভিনয়ে নতুন ব্যাপারটা কিন্তু তেমন নয়। এর আগে একাধিক বিশ্বখ্যাত পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে রোনালদোকে। সেকারণে এখন শুধু সময়ই বলে দেবে রোনালদোকে দেখা যাবে কিনা হলিউডের সিনেমায়।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও