ট্রেলারে আসছে অনন্ত-বর্ষার নতুন ছবি ‘দিন দ্য ডে’, ঈদে মুক্তি
১২ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৩:০২ এএম

বিনোদন ডেস্ক:
শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় আলোচিত চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিলের নতুন ছবি ‘দিন দ্য ডে’। কয়েক ধাপে ইরান, তুরস্ক, আফগাননিস্তান সীমান্ত, বাংলাদেশ মিলিয়ে প্রায় শেষের দিকে এ ছবির শুটিং। এবার আসছে প্রতীক্ষিত ‘দিন দ্য ডে’র ট্রেলার। অনন্ত জলিলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার সন্ধ্যা ৭ টায় অনন্ত জলিল তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘দিন দ্য ডে’র ট্রেলার উন্মুক্ত করবেন। এর আগে গত মাসে সাভারে প্রযোজক সমিতির পিকনিকে দেখানো হয়েছিল ‘দিন দ্য ডে’র ট্রেলার। দেখে উপস্থিত সবাই প্রসংশা করেন।
পরবর্তীতে বিষয়টি জানিয়ে অনন্ত জলিল তার ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে করে বলেন, অনেকেই হলিউডের মুভির ট্রেলার ভেবেছে।
প্রযোজক সমিতির পিকনিকে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। তিনি নিজেও মঞ্চে দাঁড়িয়ে বলেন, অনন্ত ভাইয়ের ছবির ট্রেলার দেখে ভালো লেগেছে। আশা করবো, ছবিটি যেন সুপারহিট হয়।
বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালান সবকিছুই তুলে ধরা হচ্ছে ‘দিন- দ্য ডে’ ছবিতে। বাংলাদেশ, ইরানে মুক্তির লক্ষ্যে ছবিটি নির্মাণ করা হয়েছে যৌথ প্রযোজনায়।
এ ছবি নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল আগেই জানিয়েছেন, আমি যেখানেই যাই, সবার আগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখি। ইরানের সাথে যৌথ প্রযোজনার এই ছবিটি করতে গিয়েও সেটা খেয়াল রেখেছি। ইরানের কাছে যেনো আমরা ছোট না হই, সেজন্য এই ছবির বিশাল অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। তারা এটা দেখে মুগ্ধ। তিনি বলেন, যেহেতু অনেকদিন পর আমার ছবি আসছে, তাই ঠিকভাবে প্রস্তুতি নিয়েই এসেছি। বাকিটা স্ক্রিনে দেখা যাবে।
‘দিন দ্য ডে’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনা ছবি নির্মাণ করছে ইরান। পরিচালনা করছেন দেশটির নামকরা নির্মাতা মুর্তজা অতাশ জমজম, সঙ্গে থাকছেন অনন্ত জলিলও। অনন্ত জানিয়েছেন, আসছে ঈদুল আযহায় ‘দিন দ্য ডে’ মুক্তি পাবে।
‘দিন-দ্য ডে’র শুটিং চলাকালীন ছবি
বিভাগ : বিনোদন
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন