বেফাঁস মন্তব্য: ক্ষমা চাইলেন কাজী হায়াৎ

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৫ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম


বেফাঁস মন্তব্য: ক্ষমা চাইলেন কাজী হায়াৎ
ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

সম্প্রতি মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের ‘চামচা’ বলে মন্তব্য করে রোষাণলে পড়েন প্রবীণ নির্মাতা কাজী হায়াৎ।অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন কাজী হায়াৎ। এক অনুষ্ঠানে এ নির্মাতা বলেন, কিছুদিন আগে মেকআপম্যান ও আলোকচিত্রীদের নিয়ে একটি বক্তব্য করেছিলাম। যে কারণে এই দুই সমিতির সদস্যরা কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মধ্যে যাদের এসব সমস্যা রয়েছে, তারা নিজেদের শুধরে নেবেন।

এর আগে এক ভিডিও বার্তায় কাজী হায়াৎ বলেছিলেন, আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের দুটি ডিপার্টমেন্ট ‘মেকআপম্যান’ ও ‘স্টিল ফটোগ্রাফার’। এদের যারা প্রধান থাকেন তারা সাধারণত নায়ক-নায়িকা, প্রযোজকদের মোসাহেবি করেন, বাংলা কথায় চামচামি করেন। যদিও ‘চামচামি’ বলার জন্য অনেকে আমার ওপর রাগ করতে পারেন। তাদের তো বিবেক আছে, ব্যক্তিত্ব আছে। তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে না চামচামি করতে? আমার পক্ষ থেকে আমি বলব, আমার বয়স ৭৩। ৫০তম সিনেমার কাজ চলছে। এখনই তো আমার বলার সময়। আমি ছাড়া বলার আর কেউ নেই।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও