বলিউড ছবি 'রোহিঙ্গা'র মুখ্য চরিত্রে মিথিলা

২৭ জানুয়ারি ২০২০, ০৪:০০ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম


বলিউড ছবি 'রোহিঙ্গা'র মুখ্য চরিত্রে মিথিলা
ছবি: সংগৃহীত

টাইমস বিনোদন ডেস্ক:

বলিউডের ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ে তানজিয়া জামান মিথিলা। গত ২৪ জানুয়ারি 'রোহিঙ্গা' নামের এই ছবিটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে মিথিলাকে বন্দুক হাতে এক রহস্যময়ী নারী রূপে দেখা যাচ্ছে। তার তাকানোর ভঙ্গি ও চাহনিতে যেমন আগুন রয়েছে তেমনি রয়েছে প্রতিশোধের স্পৃহা। ছবির নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। এর আগে ভুটানে একাধিক ছবিতে কাজ করেছেন। দেখা গেছে বলিউডেও। সালমান খানের আসন্ন ঈদে মুক্তি অপেক্ষায় থাকা ছবি ‘রাঁধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। হায়দার খান ফিল্মসের নিবেদনে ও দ্য লায়ন প্রোডাকশনের ব্যানারে ছবিটির শুটিং হয় আসামের কিছু দর্শনীয় জায়গায়।

তানজিয়া জামান মিথিলা বলেন, ‘রোহিঙ্গা’ ছবির পরিচালক হায়দার খান ফটোগ্রাফি করেন। পরিচয়ের সূত্র এটাই। তিনি আমাকে গতবছরের মাঝামাঝি সময়ে ‘রোহিঙ্গা’ ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন। পরে আমাকে চূড়ান্ত করেন তিনি। ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন হায়দার খান। এছাড়াও সালমান খান ও সোনাক্ষীর ‘দাবাং-থ্রি’র প্রমো শুট ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন।

মিথিলা বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি ‘রোহিঙ্গা’ মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে। চূড়ান্ত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়েছে।

ছবিতে আরও রয়েছেন শ্রেয়ানিস মিসরা, সঞ্জয় টেসেলট্রিম, অনীল চৌধুরী, সামার ভাটরা, পূজা কুলায়, দর্জি ওয়াংচুক, আলী জোহার প্রমুখ।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও