সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন আমির খান

১৬ মার্চ ২০২১, ১০:২৪ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম


সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন আমির খান

বিনোদন ডেস্ক:

সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড তারকা আমির খান। জন্মদিনের একদিন পর সোমবার (১৫ মার্চ) রাতে ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন অভিনেতা।

আমির খান জানিয়েছেন, এখন থেকে তার সিনেমা সম্পর্কিত সব খবর জানানো হবে আমির খান প্রোডাকশন এর অফিশিয়াল পেজ থেকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ‘শেষ’ পোস্টে আমির খান লিখেছেন, ‘আমার জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আমার হৃদয় পূর্ণ। আরেকটি খবর হলো, এটাই সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট। আমি এতদিন অ্যাকটিভ থাকলেও সিদ্ধান্ত নিয়েছি আর সোশ্যাল মিডিয়ায় থাকবো না। আগের মতোই যোগাযোগ থাকবে। আমির খান প্রোডাকশনের অফিশিয়াল চ্যানেল খোলা হয়েছে। তাই সব আপডেট সেখানেই পাবেন।’

সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই আপডেট দিতেন আমির খান। ইনস্টাগ্রামে তার ৩.৬ মিলিয়ন ভক্ত। টুইটারে আছে ২৬.৭ মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে লাইকের সংখ্যা ১৮ মিলিয়নের বেশি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার তিন যায়গাতেই এই ঘোষণা দিয়েছেন অভিনেতা।

আমিরের এমন ঘোষণায় হৃদয় ভেঙে গেছে ভক্তদের। অনেকেই আমিরের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ অনুরোধ করেছেন ফিরে আসার জন্য।

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এটি হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল রিমেক। গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার জন্য সিনেমাটি এখনো মুক্তি পায়নি।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও