এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি

১৮ জানুয়ারি ২০২০, ০৮:২৫ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫২ এএম


এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানিয়েছেন। তবে পরীক্ষা পেছানোর কারণ এখনো জানা যায়নি। রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি তার রাজধানীর হেয়ার রোডের বাসায় এক সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে থেকে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরে দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে । এর মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে মাসব্যাপী দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে ।


বিভাগ : শিক্ষা


এই বিভাগের আরও