কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা

০৫ নভেম্বর ২০২২, ০৪:৫৫ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম


কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা
পুরনো ছবি

টাইমস ডেস্ক:
আগামীকাল সকাল ১১টায় হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচিতে অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর, যা শেষ হবে ২২ ডিসেম্বর।

এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে গত ১৯ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই অনুযায়ী, গত ৩ নভেম্বর থেকেই সব কোচিং সেন্টার বন্ধ আছে, যা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

গত ১৯ অক্টোবর শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জনে। অর্থাৎ পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। বিদেশে ৮টি কেন্দ্র রয়েছে। সেখানে ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।


বিভাগ : শিক্ষা


এই বিভাগের আরও