ওয়েবসাইটে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম


ওয়েবসাইটে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস

টাইমস ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। সংশোধিত সংক্ষিপ্ত এই সিলেবাস শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি এ পাঠ্যসূচি এরই মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এই সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে তৈরি করা সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি ঢাকা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।


বিভাগ : শিক্ষা


এই বিভাগের আরও