দেশেই ওষুধের কাঁচামাল তৈরির তাগিদ
০২ নভেম্বর ২০১৯, ০৫:৪৪ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৭:০৭ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম আমদানি নির্ভরতা কাটিয়ে ওষুধের কাঁচামাল দেশেই তৈরিতে তাগিদ দিয়েছেন। ঢাকায় শনিবার (২ নভেম্বর) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের ওষুধ শিল্পের কাঁচামাল এখনও প্রায় ৯৫ ভাগই আমদানি নির্ভর। স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা শুল্ক ছাড়ে এই পণ্যটি আমদানি করতে পারি। কিন্তু বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ হবে তখন এই সুযোগ আর থাকবে না। তবে আমরা ২০২৭ সাল পর্যন্ত শুল্ক ছাড়ের সুযোগ পাব। এ সময়ের মধ্যে ওষুধ তৈরির কাঁচামাল দেশে তৈরি করতে না পারলে তাহলে এই ওষুধ তৈরিতে আমরা বেকায়দায় পড়ব। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সম্মেলন কক্ষে ‘ওষুধ তৈরির কাঁচামাল: প্রত্যাশা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর স্বাগত বক্তব্য দেন।
ওষুধের কাঁচামাল তৈরিতে বিডার নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নত দেশগুলো এই খাতে কিভাবে এগিয়েছে তা জানার জন্য আমাদের গবেষণার কোনো বিকল্প নেই। উদ্যোক্তাদের প্রচেষ্টায় পোশাক খাতের উত্থান যেভাবে হয়েছে, ওষুধ শিল্পের উত্থানও সেভাবে হতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি ওষুধ প্রশাসনের মহাপরিচালক মো. রুহুল আমিন বলেন, ২০২৭ সাল পর্যন্ত শুল্ক ছাড়ে ও কাঁচামাল আমাদনির সুযোগ পেলেও এরপর চাপে পড়ব। তাই ওষুধের কাঁচামাল উৎপাদনে অন্যান্য দেশের এ বিষয়ে পারদর্শী কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
মূল প্রবন্ধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রবিউল ইসলাম বলেন, ওষুধ তৈরির কাঁচামাল দেশেই তৈরি করতে হবে এবং উন্নত কাঁচামালও হতে হবে। তা নাহলে আমদানি করা কাঁচামাল দিয়ে বাংলাদেশ ওষুধ রপ্তানিতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়বে। দেশে ওষুধ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি বাংলাদেশের ওষুধের আন্তর্জাতিক বাজার বাড়াতে মানসম্পন্ন কাঁচামাল দেশেই তৈরি করতে হবে বলে তিনি জানান।
বিভাগ : অর্থনীতি
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন