সৌদি ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে ওমরাহ হজের খরচ

২২ অক্টোবর ২০১৯, ১২:৪৯ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম


সৌদি ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে ওমরাহ হজের খরচ

টাইমস ডেস্ক :

হজের মতো এখন থেকে ওমরাহ হজের থাকা-খাওয়ার খরচের অর্থ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। তবে একজন ব্যক্তি সব মিলিয়ে বার্ষিক ভ্রমণ কোটায় সর্বোচ্চ সাত হাজার ডলার খরচ করতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

জানা গেছে, ওমরাহ হজের জন্য বর্তমানে সব মিলিয়ে সর্বোচ্চ এক লাখ ২৫ হাজার টাকার মতো খরচ হয়। সৌদিতে থাকা-খাওয়ার জন্য এতদিন এজেন্সিগুলো নিজেদের মতো করে টাকা পাঠাত। সরকারের নতুন ওমরাহ হজ নীতিমালায় এজেন্সির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো বাধ্যতামূলক করেছে। তবে ওমরাহ হজে যেতে আগ্রহী ব্যক্তি চাইলে নিজ প্রয়োজনে ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ সঙ্গে নিতে পারবেন।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও