৭১ যেমন আমাদের শেকড়, ২৪ও কিন্তু আমাদের অস্তিত্ব: সারজিস আলম

০৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ এএম


৭১ যেমন আমাদের শেকড়, ২৪ও কিন্তু আমাদের অস্তিত্ব: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:

সরকারের প্রতি ২৪ এর অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অবশ্যই ডকুমেন্টশন করার দাবি জানিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৭১ যেমন আমাদের শেকড়, ২৪ ও কিন্তু আমাদের অস্তিত্ব। এ অস্তিত্ব যেন আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খুনি হাসিনাসহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝড়ানো হয়েছে তাদের বিচারের শাস্তির কথা স্পষ্টভাবে এই ঘোষণা পত্রে থাকতে হবে।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন বাড়াতে বুধবার (৮ জানুয়ারি) দিনভর নরসিংদী জেলায় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, আমরা সকল শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলেছি, তারা একাত্মতা প্রকাশ করে আমাদের ৭ দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন। নরসিংদীর জেলখানা গেইট ছিল ২০২৪ এর ছাত্র আন্দোলনের রণক্ষেত্র। এই রণক্ষেত্রে খুনি হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ এর ক্যাডাররা ও পুলিশ নামক কিছু ক্যাডাররা আমাদের ছাত্রজনতার ওপর গুলি চালিয়েছিল। এখানেই কেউ কেউ পোশাকে, কেউ পোশাক ছাড়া ও কেউ কেউ অস্ত্র নিয়ে ও অস্ত্র ছাড়া আমার নিরীহ ছাত্রজনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। যে নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল, সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে। আমাদের সংগ্রামের এই ইতিহাস,ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানে ডকুমেন্টেশন থাকা উচিত। আমরা সবাই মিলে ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছিলাম, এ লড়াই জারি রাখব এবং ঐক্যবদ্ধভাবে যে ঘোষণাপত্র সেটি যেন মানুষের সামনে আসে সে চেষ্টা অব্যাহত থাকবে।

বুধবার দুপুরে শিবপুরের ইটাখোলা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের সাথে নিয়ে ৭ দিন ব্যাপী "জুলাই ঘোষণাপত্র" বিতরণ কর্মসূচী শুরু করেন সারজিস। এসময় তিনি জুলাই ঘোষণাপত্র পড়ে শুনান। পরে তিনি দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়, পাঁচদোনা ও মাধবদী এলাকায় জুলাই ঘোষণাপত্র বিষয়ে বিভিন্ন শ্রেণিপেশার জনগণকে সচেতন করতে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। কর্মসূচীতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার সহ স্থানীয় অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও