যমুনা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৬ দিন

২৯ মার্চ ২০২২, ০৮:০২ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম


যমুনা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৬ দিন

অর্থনীতি ডেস্ক:

যমুনা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে ৬ দিন। আগামী ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের এ ব্যাংকটি। মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) থেকে জারি কারা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, যমুনা ব্যাংক লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে আগামী ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়ীকভাবে বন্ধ রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়। যমুনা ব্যাংক লিমিটেডের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন সম্পাদন করার উদ্দেশ্যে ব্যাংকিং কার্যক্রম সাময়ীক বন্ধ রাখা হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও