পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূরীকরণে প্রজ্ঞাপন জারি

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম


পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূরীকরণে প্রজ্ঞাপন জারি

অর্থনীতি ডেস্ক:

সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার ঠিক এক বছর আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) এবং অবসর-উত্তর ছুটির (পিআরএল) বিভ্রান্তি দূর করতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, এলপিআরকে পিআরএলে রূপান্তর করলে পিআরএল’র সময় পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না। তবে ওই সরকারি কর্মচারী এলপিআরে থাকার সময় যেসব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, পিআরএলে গেলেও তিনি সেগুলো পাবেন।

অর্থ বিভাগ প্রজ্ঞাপনে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিয়েছে। যেমন ক-এর জন্মতারিখ ১৯৬২ সালের ১ জানুয়ারি। ক-এর ৫৯ বছর বয়স ২০২০ সালের ৩১ ডিসেম্বর পূর্ণ হবে। ওই দিনই তিনি অবসরে যাবেন। ছুটি পাওনা সাপেক্ষে ক-এর পিআরএল শুরু হবে অবসরে যাওয়ার পরদিন, অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ক- ১২ মাস পিআরএল ভোগ করলে তার ছুটি শেষ হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং তার চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২২ সালের ১ জানুয়ারি। তবে পিআরএল ভোগ না করলে ক-এর চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও