দেশে ভোজ্যতেলের দাম বেড়ে গড়েছে রেকর্ড
২২ জানুয়ারি ২০২১, ১১:৩২ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
অর্থনীতি ডেস্ক:
বেড়েই চলছে বোতলজাত সয়াবিন তেলের দাম। ১৩৫ টাকায়বিক্রি হচ্ছে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল। অব্যাহতভাবে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভ্যাট ও ট্যাক্স কমিয়ে দাম নাগালের মধ্যে রাখার পরামর্শ ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের।
দেশে ভোজ্যতেলের দাম বেড়ে গড়েছে রেকর্ড। গত ১৫ জানুয়ারির পর থেকে বাজারজাত করা এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পাঁচ লিটারের দাম ৬৬০ টাকা। পরিসংখ্যান বলছে গত পাঁচ মাসে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৩০ টাকা।
খুচরা ব্যবসায়ীরা জানান, গত এক মাসে অন্তত তিন দফায় বোতল ও খোলা উভয় ধরনের সয়াবিন তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পাম অয়েলের দামও। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩২ টাকা। পাম অয়েল বিক্রি হচ্ছে ১২০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে এক বছর আগের তুলনায় বাজারে এখন সয়াবিনসহ ভোজ্যতেলের দাম ১৯ থেকে ২৩ শতাংশ বেড়েছে।
বিক্রেতারা জানান, রূপচাঁদা তেলের সর্বশেষ দাম ৫ লিটার ৬৬০টাকা আর এক লিটার ১৩৫ টাকা। কোম্পানিগুলো একদিন পর পর এসে বলে লিটারে ৫ টাকা করে বেড়েছে। ক্রেতারা বলেন, করোনায় আমাদের কাজ নেই, এদিকে বাজারে পণ্যের দাম বাড়ছে। এসব নিয়ে আমরা খুব হতাশার মধ্যে আছি।
পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করছে আমদানিকারকরা।
পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, আন্তর্জাতিক বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে তেল ক্রয় করেছি। পাইকারি বাজারে প্রতি মণ তেল ৪,৪০০ টাকা করে বিক্রি করছি। আজকে আমরা লস দিয়ে প্রতি মণ ৪,৩৮০০ টাকা করে বিক্রি করছি। তবে বোতলের তেলগুলো আমরা বিক্রি করি না।
তেলের দাম নিয়ে আমদানিকারক কোনও কোম্পানিই কথা বলতে রাজি হয়নি। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি বলছেন, তেলের মতো নিত্য পণ্যের চড়া দাম মানুষের কষ্ট বাড়াবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি গোলাম রহমান বলেন, তেলের তিন স্তরের রেট দিতে হয়। এটি মনে হয় সঠিক নয়। তাই ভ্যাট শুল্ক কমিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা যায় কিনা তা ভাবা দরকার।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও আমদানিকারক ও সরকারের যৌথ চেষ্টায় দাম কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিভাগ : অর্থনীতি
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন