বাংলাদেশের জাহাজ শিল্পের মানোন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে নরওয়ে

০৮ জুলাই ২০২০, ০৮:৩৯ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম


বাংলাদেশের জাহাজ শিল্পের মানোন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে নরওয়ে

অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিং শিল্পের গুণগত মানোন্নয়নে নরওয়ের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। বুধবার (৮ জুলাই) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ভার্চুয়াল মাধ্যমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ অনলাইনে যুক্ত ছিলেন।

সাক্ষাৎকালে করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং শিল্পখাতে দক্ষ জনবল তৈরি, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে সহায়তা জোরদার এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে পারস্পরিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেন, করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ দ্রুত করোনার ক্ষতি কাটিয়ে ওঠবে এবং আর্থ-সামাজিক উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে। করোনা পরবর্তী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রায় নরওয়ের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নরওয়েকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, স্বাধীনতার পর থেকেই নরওয়ে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিং, তৈরি পোশাক, মেরিন রিসোর্সসহ উদীয়মান শিল্পখাতে নরওয়ের উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসতে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি শিল্প বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি। করোনা পরবর্তী অর্থনৈতিক উত্তরণে নরওয়ের সঙ্গে বাংলাদেশ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন মন্ত্রী।

শিল্পমন্ত্রী একজন পেশাদার রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। নরওয়ের পরবর্তী রাষ্ট্রদূত এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও