২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ কাল: প্রস্তুত অর্থমন্ত্রী

১০ জুন ২০২০, ০৯:৪৪ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:০৩ এএম


২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ কাল: প্রস্তুত অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক:

বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় বাজেট। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এবারের বাজেট নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনোভাইরাসের কারণে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতেও লেগেছে। এ অবস্থা কতদিন চলবে তারও সঠিক তথ্য কারো জানা নেই। এ অবস্থায় দেশের অর্থনীতির হাল ধরে রাখা অত্যন্ত কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সে কাজ চালিয়ে যাচ্ছেন আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অর্থমন্ত্রী তার গুলশানের বাসা থেকে সংসদ ভবনের উদ্দেশে রওয়ানা দেবেন। প্রথা অনুযায়ী ১২টায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক হবে। সেখানে ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়ার পাশাপাশি আগামী ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হবে। এর পর সেটি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের কাছে পাঠানো হবে। এ সময় জাতীয় সংসদে নিজ অফিস কক্ষে রাষ্ট্রপতির অবস্থান করার কথা রয়েছে।

তিনি আরো বলেন, ‘স্যার (অর্থমন্ত্রী) সাধারণত পায়জামা-পাঞ্জাবির সঙ্গে মুজিব কোট পরতে স্বাচ্ছন্দ বোধ করেন। চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের দিনেও তিনি এই পোশাকে সংসদে গিয়েছিলেন। এবারও সেভাবেই যাবেন বলে জানি। যতটা জেনেছি, স্যার এবার শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ। গত কয়েক দিন বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলেন। বাসায় বসেই বাজেট প্রণয়নের সব কাজ তদারক করেছেন।’

চলতি অর্থবছরের বাজেটের আগে অর্থমন্ত্রী হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। বাজেট ঘোষণার আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে অবস্থাতেও শুধু শক্ত মনোবলের কারণে সংসদে উপস্থিত হন। বাজেট উপস্থাপন করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সহযোগিতা করেন। এবারের বাজেটের আগে করনোভাইরাসের প্রাদুর্ভাব। অনেক সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়টি সম্পন্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে, এবারের বাজেটে বয়স্ক, অসুস্থ সংসদ সদস্য ছাড়াও অনেকেই যোগ দিতে পারবেন না। সংসদে উপস্থিতি যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করা হবে।

এবারই প্রথম বাজেট অনুষ্ঠানে কোনো সংবাদকর্মী থাকতে পারছেন না। এজন্য বাজেটের দলিলাদি সংসদের পশ্চিম প্রান্তের মিডিয়া সেল থেকে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও