উৎসাহ-উদ্দীপনায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু
৩০ নভেম্বর ২০১৯, ০১:২৯ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
এর আগে সকাল থেকে বিভিন্ন স্লোগানে ঢাকার বিভিন্ন প্রান্ত শেষে সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন দলীয় নেতাকর্মীরা। উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন।
এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। স্বাগত বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানে ১৩ হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীসহ ৩০ হাজার অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।
শুক্রবারের (২৯ নভেম্বর) স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব পরিবর্তনের আভাস দিয়েছেন বলে জানা গেছে দলীয় সূত্রে।
সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানমুখী হন।
সম্মেলনে উপস্থিত ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক রাকিব হাসান সোহেল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আর সরকার গঠনের জন্য চাই শক্তিশালী নেতৃত্ব, সেই নেতৃত্ব গঠনের জন্যই সম্মেলন। এ সম্মেলনে ত্যাগিরা স্থান পাবে এটাই কামনা করি।
সম্মেলনে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, দলের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর পল্টু, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, দলের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় নেতা আজমত উল্ল্যাহ খান, রিয়াজুল কবির কাওসার।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ৩ বছর পর ২০১৬ সালের ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মহানগর দুই অংশের ৪৫ টি থানা, ১০০ টি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এই কমিটিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি করা হয় একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় মোহম্মদপুর এলাকার সাদেক খানকে। আর দক্ষিণে সভাপতি করা হয় পুরান ঢাকার হাজি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক করা হয় শাহে আলম মুরাদকে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান