উৎসাহ-উদ্দীপনায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু
৩০ নভেম্বর ২০১৯, ১১:২৯ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
এর আগে সকাল থেকে বিভিন্ন স্লোগানে ঢাকার বিভিন্ন প্রান্ত শেষে সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন দলীয় নেতাকর্মীরা। উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন।
এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। স্বাগত বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানে ১৩ হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীসহ ৩০ হাজার অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।
শুক্রবারের (২৯ নভেম্বর) স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব পরিবর্তনের আভাস দিয়েছেন বলে জানা গেছে দলীয় সূত্রে।
সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানমুখী হন।
সম্মেলনে উপস্থিত ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক রাকিব হাসান সোহেল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আর সরকার গঠনের জন্য চাই শক্তিশালী নেতৃত্ব, সেই নেতৃত্ব গঠনের জন্যই সম্মেলন। এ সম্মেলনে ত্যাগিরা স্থান পাবে এটাই কামনা করি।
সম্মেলনে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, দলের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর পল্টু, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, দলের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় নেতা আজমত উল্ল্যাহ খান, রিয়াজুল কবির কাওসার।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ৩ বছর পর ২০১৬ সালের ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মহানগর দুই অংশের ৪৫ টি থানা, ১০০ টি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এই কমিটিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি করা হয় একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় মোহম্মদপুর এলাকার সাদেক খানকে। আর দক্ষিণে সভাপতি করা হয় পুরান ঢাকার হাজি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক করা হয় শাহে আলম মুরাদকে।
বিভাগ : বাংলাদেশ
- বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়: ড. আব্দুল মঈন খান
- র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন
- পৃথিবীতে এখনও খাদ্যের জন্য হাহাকার থেমে নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ শুরু
- বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার
- ১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি : ড. আব্দুল মঈন খান
- শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়: ড. আব্দুল মঈন খান
- র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন
- পৃথিবীতে এখনও খাদ্যের জন্য হাহাকার থেমে নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ শুরু
- বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার
- ১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি : ড. আব্দুল মঈন খান
- শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা