আজ আসছে তারেক রহমানের নতুন নির্দেশনা!

১৬ নভেম্বর ২০১৯, ১১:৩১ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম


আজ আসছে তারেক রহমানের নতুন নির্দেশনা!

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা দেশের চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বরাবরের মতো এ বৈঠকেও তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সভাপতিত্ব করবেন। দেশের চলমান পরিস্থিতি, বিশেষ করে ট্রেন দুর্ঘটনা, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি, সৌদি থেকে নির্যাতিত হয়ে দেশে ফেরা নারী শ্রমিক, পেঁয়াজের লাগামহীন দর এসব বিষয়ে সরকারের অদক্ষতা নিয়ে বৈঠকে পর্যালোচনা হবে।

এ ছাড়া বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, বিভিন্ন ইউনিট গঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অন্যান্য বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে অংশ নেয়া নেতারা তাদের মতামত দেবেন। নেতাদের মতামত শুনে এসব বিষয়ে নতুন নির্দেশনা দেবেন তারেক রহমান।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও