উপ নির্বাচন রংপুর-৩: জাপার প্রার্থী সাদ এরশাদ!
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ সদর আসনে এরশাদ-রওশন পুত্র রাহগির আল মাহে সাদকে দল থেকে প্রার্থী করার সিদ্ধান্ত আসছে এমন খবর নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সুত্র। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয়পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করবেন রাহগির আল মাহে সাদ।
এই আসনে অর্ধডজন প্রার্থী দলীয় মনোনয়নপ্রত্যাশী। এর মধ্যে এরশাদপুত্র সাদ এরশাদসহ পরিবারের রয়েছেন ৪ সদস্য।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ সদর আসনের দলের বাইরেও শীর্ষ মহলের পছন্দের তালিকায় সাদের নাম প্রথমে রয়েছে। সেক্ষেত্রে সব কিছু ঠিক থাকলে রওশন এরশাদের পুত্র সাদ পাচ্ছেন রংপুর-৩ আসনের টিকিট। এ আসনে ক্ষমতাসিন আওয়ামী লীগও প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। বিএনপিও এরইমধ্যে এই উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাপার সুত্র জানায়, আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ ইং বৃহস্পতিবার পর্যন্ত এবং ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার সকাল ১০ টায় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। প্রার্থী মনোনয়নের জন্য ৮ সদস্যের পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের আহ্বায়ক ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সদস্য সচিব। বোর্ডের সদস্যরা হলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
জাতীয় পার্টির একটি সূত্র জানায়, রংপুর-৩ আসনটি এরশাদের পরিবার নিজেদের মধ্যে রাখতে চায়। এ বিষয়ে রওশন এরশাদ শুরু থেকে সাদ এরশাদকে প্রার্থী করার পক্ষে অনড় অবস্থানে রয়েছেন। এ নিয়ে দলের মধ্যে নানা সংকট তৈরী হলেও অবস্থা বুঝে ব্যবস্থা নিবেন নীতিনির্ধারকরা।
আগামী ৫ অক্টোবর ভোটগ্রণের দিন রেখে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রায়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। তার ১৮ দিন পর হবে ভোটগ্রহণ। রংপুর-৩ উপ নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ইভিএমে ভোট হবে।
রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন আর মহিলা ভোটার ২ লাখ ২১ হাজার ৭৬২ জন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই এইচএম এরশাদ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ১৬ জুলাই সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ.ই.ম গোলাম কিবরিয়া আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন।
বিভাগ : বাংলাদেশ
- বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত
- শিবপুরে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন
- নরসিংদীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
- নরসিংদীতে ইসকন নিষিদ্ধ ও আস্তানা বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
- নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
- আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত
- শিবপুরে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন
- নরসিংদীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
- নরসিংদীতে ইসকন নিষিদ্ধ ও আস্তানা বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
- নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
- আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন