বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি নেবে শিল্প মন্ত্রণালয়
১৫ মে ২০১৯, ১০:২০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ এএম

নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে। এসব কর্মসূচির মাধ্যমে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি থেকে শুরু করে ’৫৪ এর যুক্তফ্রন্ট, ’৬৬ এর ৬ দফা আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর সাধারণ নির্বাচন, ’৭১ এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিসহ বাঙালি জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান তুলে ধরা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য আয়োজিত সভায় আজ বুধবার (১৫ মে) এ সিদ্ধান্ত গৃহিত হয়।
শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বিশেষ অতিথি ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী শিল্প মন্ত্রণালয় কেন্দ্রিয়ভাবে এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাগুলো পৃথকভাবে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে সেমিনার, আলোচনা সভা, মটর শোভাযাত্রা, সড়ক দ্বীপ ও ভবনে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ইত্যাদি থাকবে। এছাড়া, শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোর প্রধান ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন সংগ্রামের চিত্র, শিল্প উৎপাদন, শিল্পখাতের উন্নয়ন ইত্যাদি নিয়ে তৈরি ব্যানার, ফেস্টুন ইত্যাদি দিয়ে সাজানো হবে। সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিল্প মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বাঙালি জাতি চির ঋণী। ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে তাঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন করে এ ঋণের কথা স্মরণ করতে হবে। তিনি জাতীয়ভাবে অনুষ্ঠিত কর্মসূচিতে শিল্প মন্ত্রণালয়ের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
শিল্প প্রতিমন্ত্রী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার ব্যাপক প্রচারের তাগিদ দেন। তিনি বলেন, পত্রিকার পাশাপাশি অন্যান্য মাধ্যমেও গৃহিত অনুষ্ঠানের প্রচার করতে হবে। এ ধরণের প্রচারের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর সাথে শিল্প মন্ত্রণালয়ের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি ১৯৫৬ সালে শিল্পমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরতে লাগসই কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।
এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৭’ প্রদানের লক্ষ্যে মনোনয়ন চূড়ান্তকরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রীর সভাপতিত্বে এতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং শিল্প সচিব মোঃ আবদুল হালিম উপস্থিত ছিলেন। সভায় অর্থ, বাণিজ্য, শিল্প, আইন ও বিচার মন্ত্রণালয়, জন নিরাপত্তা বিভাগ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)সহ কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৭’ এর মনোনয়ন চূড়ান্ত করা হয়। শিগ্গির রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে দিন নির্ধারণ করে এ পুরস্কার বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
বিভাগ : বাংলাদেশ
- ফ্যাসিবাদের মত কঠিন রোগ সড়াতে পেরেছি, তামাক দূর করতে পারব না কেন?: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- সন্ত্রাস এবং মাদক থেকে দূরে রাখতে হলে যুব সমাজকে খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে হবে :মনজুর এলাহী
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- ফ্যাসিবাদের মত কঠিন রোগ সড়াতে পেরেছি, তামাক দূর করতে পারব না কেন?: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- সন্ত্রাস এবং মাদক থেকে দূরে রাখতে হলে যুব সমাজকে খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে হবে :মনজুর এলাহী
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান