আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: নরসিংদীতে সেলিমা রহমান

০৫ মে ২০১৯, ০৯:০৩ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পিএম


আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: নরসিংদীতে সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, কোন ব্যক্তির স্বার্থে নয়, দলের স্বার্থে সংগঠন হওয়া উচিৎ। তাই বিএনপিকে কোন এমপি মন্ত্রীর বাহিনী নয়, দেশের স্বার্থে জাতীয়তাবাদী হিসেবে নতুন করে সংগঠিত করা হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের মাধ্যমেই মুক্ত করতে হবে। তাই আমরা আন্দোলনের প্রস্তুতি হিসেবেই দলকে সু-সংগঠিত করছি।


রবিবার (৫ মে) বিকেলে নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে দিনব্যাপি এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেলিমা রহমান আর বলেন, তৃণমুলের নেতাকর্মীদের প্রত্য সম্মেলনের মাধ্যমে সংগঠনকে নতুনভাবে সাজানো হবে। তৃণমুলের নেতাকর্মীদের মূল্যায়ন করার জন্যই তারেক রহমান আমাদের নির্দেশ প্রদান করেছেন।


বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এড. আ: সালাম আজাদ, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল।


সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাবেক এমপি ও জেলা বিএনপির সহ-সভাপতি রোকেয়া আহমেদ লাকী, সহ-সভাপতি মনজুর এলাহী, এড. আব্দুল বাছেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুঁইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভুইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আ: রউফ ফকির রনি, সিদ্দিকুর রহমান নাহিদ, মাইন উদ্দিন সরকার প্রমুখ।
এসময় জেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও