ভারতের গঙ্গায় রাজশাহীর চোরাকারবারী কোটিপতির লাশ
১১ সেপ্টেম্বর ২০১৯, ০১:১১ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের খাতায় নাম থাকা, শীর্ষ মাদক চোলাচালানি ও ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত কোটিপতি কালাম মোল্লার ভাসমান মরদেহ পাওয়া গেছে ভারতের গঙ্গা নদীতে। গতকাল মঙ্গলবার ভারতের জলঙ্গী থানার টুলটুলিপাড়া এলাকার গঙ্গা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত কালাম মোল্লা রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ হেলালপুর গ্রামের আকসেদ মোল্লার ছেলে।
পুলিশের দাবি, কালাম মোল্লা অঢেল সম্পদের মালিক হয়েছিলেন চোরাচালানের সঙ্গে নিজেকে জড়িয়ে। তার নামে রাজশাহীর বাঘা, চারঘাট, পাবনার ঈশ্বরদী, নাটোরের লালপুর, সিরাজগঞ্জ ও ঢাকার টঙ্গী থানায় রয়েছে মাদকসহ ছিনতাই ও হত্যার মামলা। পুলিশের তালিকায় রাজশাহীর শীর্ষ মাদক চোলাচালানি ছিলেন কালাম মোল্লা।
জানা যায়, গত বছরের মে মাসে চট্টগ্রাম থেকে রাজশাহী ফেরার পথে এক লাখ ৮ হাজার পিস ইয়াবাসহ রাজশাহীর মাদককারবারি আসলাম ও চারঘাটের মাসুদ গ্রেফতার হন। এর পর ওই মাদকের মালিক হিসেবে কালাম মোল্লাকে খুঁজতে থাকেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যরা। এর পর থেকেই তিনি ভারতে আত্মগোপনে চলে যান। দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হলে তার দেখা মেলেনি। তবে ভারতে অবস্থান করে এ দেশে যোগাযোগ রেখে মাদকের চোরাচালান চালিয়ে আসছিলেন। গত শনিবার দুপুরের দিকে ভারতের জলঙ্গী থানা এলাকার খরতলা বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে কপুরা নদীপথে ওই দেশের এক স্থান থেকে আরেক স্থানে রওনা হন কালাম মোল্লা ও তার বন্ধু ভারতীয় নাগরিক চাঁন মিয়া।
এ সময় ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করার চেষ্টা করলে কালাম মোল্লা ও চাঁন মিয়া নদীতে ঝাঁপ দেন।
চাঁন মিয়া সাঁতরে উপরে উঠতে সক্ষম হলেও ব্যর্থ হয়ে কালাম মোল্লা তলিয়ে যান নদীর পানিতে। গত তিন দিন থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। কালাম মোল্লার ভাই রুস্তম মোল্লা জানান, সোমবার রাতে ভারতের আত্মীয় মারফত খবর পেয়ে মঙ্গলবার সকালে মরদেহ আনতে পাঠানো হয় আত্মীয়স্বজনদের।
এর পর মঙ্গলবার সেখান থেকে কালাম মোল্লার মরদেহ নিয়ে বাড়ি ফেরেন নজরুল ইসলাম, নিকটাত্মীয় মুকুল হোসেন, আরশাদ আলী ও দুলাল হোসেন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, আমরা কালাম মোল্লার মরদেহ দেখে নিশ্চিত হতে পারিনি। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
মরদেহের ডিএনএ টেস্টও করা হবে। তার পরই এ ব্যাপারে নিশ্চিতভাবে বলা যাবে, এটি কালাম মোল্লার মরদেহ কিনা। এদিকে স্থানীয়রা জানান, মরদেহের শারীরিক গঠন ও কিছু চিহ্ন দেখে মনে হয়েছে মরদেহটি কালাম মোল্লারই।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
- হত্যা মামলায় কারাগারে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক
- শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার
- চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি জব্দ, সন্ত্রাসী গ্রেপ্তার
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
- হত্যা মামলায় কারাগারে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক
- শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার
- চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি জব্দ, সন্ত্রাসী গ্রেপ্তার