গণধর্ষণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৯ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পিএম


গণধর্ষণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে টাংগাইল জেলার এলেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আব্দুল কাদের শান্ত (১৯), পিতা- মৃত এসএম সামাদ, সাং-ধাপাইদ্দাদপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ (২৩), পিতা- মৃত মিজান, সাং-ধাপাইদ্দাদপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

র‌্যাব-১১ এর উপ পরিচালক ও মিডিয়া অফিসার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ২৯ আগস্ট ২০১৯ এ ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) মোতাবেক একটি মামলা দায়ের হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ, মামলার এজাহার পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ১৫ বছরের একজন অপ্রাপ্তবয়স্ক বালিকা। ভিকটিম তার পরিবারের সাথে ফতুল্লা রেলষ্টেশন এলাকায় বসবাস করে আসছে। ভিকটিমের মা একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৮টায় ওই বালিকা সরিষার তেল ক্রয় করার জন্য একা তার বাসার পাশর্¡বর্তী মুদি দোকানে যায়। ঐসময় পূর্ব পরিচিত মোঃ রাজন তাকে জোরপূর্বক ফতুল্লা রেলষ্টেশনস্থ জোড়াপোল বালুর মাঠের নির্জন ও অন্ধকারাচ্ছন্ন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত আরো ২/৩ জন মিলে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। গণধর্ষনের পর এ ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য মেয়েটিকে হুমকি দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়।
বাড়ীতে এসে তার মা বিষয়টি জানার পর ফতুল্লা থানায় গিয়ে মামলা রুজু করেন।
এ ঘটনার প্রেেিত র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িত আসামীদের সনাক্তকরণ ও তাদের গতিবিধি নজরদারী করাসহ উক্ত ঘটনার মূলহোতা রাজনসহ শুভ, শান্ত ও অন্যান্য আসামীদের গ্রেফতার করার লক্ষে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করার পর টাংগাইল জেলার এলেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করা হয়।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও