ধর্ষণের দৃশ্য ধারণ করে অর্থ দাবি: কনস্টেবল গ্রেফতার
২৭ আগস্ট ২০১৯, ০২:০৭ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ এএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে কৌশলে এক গৃহবধূকে ধর্ষণ ও অশ্লীল ছবি ধারণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাব্বির আহম্মেদ মেহেদী (২৭) নামের পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার সানাপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী ঢাকার নৌ-পুলিশে কর্মরত এবং চাঁদপুরের হাজীগঞ্জ থানার মালিগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। সে সানারপাড় এলাকার পদ্মকুড়ি স্কুল সংলগ্ন মিজানুর রহমানের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করে।
এর আগে সোমবার (২৬ আগস্ট) বিকেলে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে মেহেদীর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। গত ৭ আগস্ট শহরের উত্তর চাষাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নারী ধর্ষণের অভিযোগে সাব্বির আহম্মেদ মেহেদী নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। ডিবি পুলিশ মামলাটির তদন্ত করছে।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, সন্তানদের স্কুলে আনা-নেওয়ার সময় সাব্বির আহম্মেদ মেহেদীর সঙ্গে তার পরিচয় হয়। পরে ফোনে কথাবার্তাও হয়। এক পর্যায়ে গত ৭ আগস্ট মেহেদী তাকে ফোন করে দেখা করতে বলেন। তিনি চাষাড়ায় আছেন জানালে মেহেদী এসে তার সঙ্গে দেখা করেন। পরে পুলিশ সদস্য মেহেদী তাকে উত্তর চাষাড়ায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। এ সময় তার হাতে একটি কোমল পানীয়ের বোতল ছিল।
ভুক্তভোগী ওই নারীর দাবি, কোমল পানীয়ের ওই বোতলের মধ্যে আগে থেকে নেশাজাতীয় দ্রব্য মেশানো ছিল। ওই পানীয় পান করানোর পর তিনি অচেতন হয়ে যান। এ অবস্থায় মেহেদী তাকে ধর্ষণ করে ক্যামেরায় ধারণ করেন। পরে এসব দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৩ লাখ টাকা দাবি করে। এতে একবার ২ লাখ টাকা এবং পরে ৩০ হাজার টাকা মেহেদীকে দেন তিনি। এতেও মেহেদী সন্তুষ্ট না হয়ে আরও টাকা দাবি করলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, গ্রেপ্তার মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক